কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নের নবনির্বাচিত মেম্বারদের শপথ অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ মঙ্গলবার বুড়িচং উপজেলা পরিষদের মিলনায়তনে নব নির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। ৯ ইউপি'র নবনির্বাচিত ও গেজেটভুক্ত ৮১জন সাধারণ সদস্য ও ২৭জন সংরক্ষিত নারী ইউপি সদস্য সহ মোট ১০৮জন সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ। আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার রাজাপুর, বাকশীমূল, বুড়িচং সদর, ষোলনল, পীরযাত্রাপুর, ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গণ।
বুড়িচংয়ে ৯ টি ইউনয়নের পুরুষ ও সংরক্ষিত মহিলা মেম্বারদের শপথ পাঠ করার পর চেতনায় বঙ্গবন্ধু ম্যুরালে সকল চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে ফটোসেশন করা হয়।