ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোমনায় করোনা মহামারী প্রতিরোধে অসামান্য অবদানের জন্য সম্মাননা প্রদান
Published : Wednesday, 23 March, 2022 at 12:00 AM
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় করোনা মহামারী প্রতিরোধে স্বাস্থ্যসেবায় অসামান্য অবদান রাখায় ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, কমিউনিটি হেলথ প্রোভাইডার ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুছ ছালাম সিকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদ উল্লাহ, ডা. মাহবুবুর রহমান, ডা. নিবিড় লুৎফুন নাহার, ডা. শাকিরা সুলতানা, ইপিআই টেকনোলজিস্ট শেখ ফরিদ প্রমুখ। সম্মাননাপ্রাপ্তরা হলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ, এমওডিসি  ডা. মোঃ ফারুক মিয়া, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার, ইপিআই টেকনোলজিস্ট মো. শেখ ফরিদ, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. আবু তাহের, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. আব্দুল্লাহ আল-কাফি, মো. দেলোয়ার হোসেন, এসএসিএমও মুহাম্মদ বায়েজিদ উল্লাহ, এসএসিএমও মো. ছালাউদ্দিন খান, সিনিয়র স্টাফ নার্স মোর্শেদা বেগম, স্বাস্থ্য সহকার সেলিনা আক্তার, সিএইচসিপি শেফালী বেগম, পরিচ্ছন্ন কর্মী মো ইউনুছ মিয়া।