ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গাছের সাথে এ কেমন শত্রুতা!
Published : Wednesday, 23 March, 2022 at 12:00 AM
গাছের সাথে এ কেমন শত্রুতা!আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দির উপজেলার উল্লাস মাল্টিমিডিয়ার স্কুলে লাগানো ২৫/৩০টি সুপারি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার জিংলাতুলী ইউনিয়নের চরচারিপাড়ায় গ্রামে এ ঘটনাটি ঘটে।
করোনা কঠিন সময়ে দীর্ঘ তিন বছর তিল তিল করে গড়ে তোলা চার থেকে পাঁচ ফুট উচ্চতার গাছগুলো রাতের আঁধারে শত্রুতা করে নিমিষেই সব গাছ কেটে দিল একদল দুর্বৃত্ত।
প্রখর রোদ্রে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ছায়া ও সৌন্দর্যবৃদ্ধির জন্য এখন পর্যন্ত দুইবার পঁচিশ থেকে ত্রিশটি সুপারিগাছ লাগিয়েছে স্কুল কৃতপক্ষ। এর আগে গাছ উপড়ে ফেললেও এবার গাছের সাথে গাছের সুরক্ষায় দেওয়া বাঁশের বেড়াও সহ উধাও করে দিয়েছে দুর্বৃত্তরা।
স্কুলের পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান বলেন, স্কুলের পূর্বপাশে বাড়ির ভিতরে এবং মসজিদের যাওয়ার জন্য রাস্তা আমরা নিজেদের জায়গা থেকেই দিয়েছি তার প্রতিদান এটা। আমরা এ ঘটনার সঠিক বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
স্কুলের অপর পরিচালক ইব্রাহিম বলেন, আমাদের সাথে কারো কোন শত্রুতা নেই তবে হিংসাবশত অথবা রাস্তার জন্য কেউ হয়ত এমন শত্রুতা করেছে আমাদের গাছের সাথে। শুত্রুতা থাকলে আমাদের সাথে কিন্তু গাছের কি দোষ ছিল।
এমন ন্যাক্কারজনক ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর আহম্মেদ ইমন বলেন, ঘটনায় জড়িত ব্যাক্তিরা যারাই হোক তাদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। আমরা থানায় লিখিত অভিযোগ জানানো এবং মানব বন্ধনের প্রস্তুতি দিচ্ছি।