ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চিত্রকর্ম ও ভাস্কর্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা
কুমিল্লা চারুকলা প্রদর্শনী-২০২২
Published : Wednesday, 23 March, 2022 at 12:00 AM, Update: 23.03.2022 1:01:30 AM
 চিত্রকর্ম ও ভাস্কর্য দেখে মুগ্ধ দর্শনার্থীরাতানভীর দিপু: কুমিল্লা চারুকলা প্রদর্শনী-২০২২ নজর কেড়েছে নগরবাসীর। সপ্তাহব্যাপি এই চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শনী দেখতে জেলা শিল্পকলা একাডেমীতে প্রতিদিনই আসছেন নানান বয়সী দর্শনার্থীরা। আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে সুপরিচিত কুমিল্লার চিত্রশিল্পীরা তাদের নিজস্ব চিত্রকর্ম নিয়ে অংশ নিয়েছেন এই প্রদর্শনীতে। নবীন এবং প্রবীণ ৬৪ জন শিল্পীর দেড় শতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী ও পথিকৃত চারুশিল্পী পরিষদ- কুমিল্লার এই যৌথ আয়েজনে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ অন্যান্য পেশাজীবি সংস্কৃতমনা ব্যাক্তিরা বিকেলের অবসর সময়ে দেখতে আসছেন সপরিবারে ও বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে। ছবি দেখে মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছেন তারা। এই বার নিয়ে প্রদর্শনীটি এবারের দ্বিতীয় আয়োজন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১৮ই মার্চ উদ্বোধন করা হয় প্রদর্শনীটির। চলবে ২৫শে মার্চ পর্যন্ত।  বিকাল ৩ টা থেকে রাত ৮টা অবধি ৭ দিন ব্যাপী এই অনুষ্ঠানে ছবি প্রদর্শনী ছাড়াও চারুশিল্পীদের জন্য রয়েছে কর্মশালা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের আগমন।
স্কুল পড়ুয়া সন্তান নিয়ে প্রদর্শনী দেখতে আসা কোহিনুর আক্তার জুঁই বলেন, কুমিল্লাতে এত গুণী শিল্পী রয়েছে এই প্রদর্শনীতে না আসলে জানতেই পারতাম না। সবগুলো ছবি এবং ভাস্কর্য দেখে আমি মুগ্ধ। নিয়মিত এমন আয়োজন চাই।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সামিহা আবেদীন বলেন, শুধু রিকশা পেইন্টিং নিয়েই আলাদা একটি প্রদর্শনীর আয়োজন করা যেত! এত ছবি সারাক্ষণ দেখতেই মন চায়।
কুমিল্লার সাংস্কৃতিক কর্মী রেজবাউল হক রানা বলেন, অনন্য একটি আয়োজন। বিখ্যাত সব শিল্পীদের চিত্রকর্ম একসাথে দেখে ভালো লেগেছে। এমন আয়োজন আরো বৃহৎ পরিসরে হওয়া উচিত।
দেশ বরেণ্য শিল্পী উত্তম গুহ কুমিল্লার কাগজকে বলেন, আমি প্রতি বছরই এই প্রদর্শণীতে অংশ নিচ্ছি। এটা খুবই আনন্দের যে কুমিল্লায় এমন ধরনের আয়োজন হচ্ছে। কুমিল্লাবাসীর জন্য এটা অনেক বড় প্রাপ্তি। এইবার নিয়ে নিয়ে দ্বিতীয় বারের মত এই আয়োজন,  গত বছরের আগে কখনো এমন আয়োজন হয়নি। আমি এই আয়োজনের উত্তোরোত্তর সফলতা কামনা করি।
কুমিল্লা জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ বলেন, পথিকৃৎ কুমিল্লাকে তুলে ধরা হচ্ছে এই প্রদর্শনীতে। কুমিল্লাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাগুলো একত্রিত ভাবে প্রদর্শিত করার জন্য এই আয়োজন। শুধু কুমিল্লায় নয় জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন এই জেলার কৃতি সন্তানরা তাদের শিল্পকর্ম দিয়ে প্রদর্শনীতে অংশ নিয়ে যাচ্ছেন-এটা আমাদের বড় পাওয়া। সবচেয়ে বড় বিষয় তরুণ প্রজন্মের শিল্পীদের সাথে প্রবীণ শিল্পীদের অভিজ্ঞতা বিনিময়ের একটি সুবর্ণ সুযোগ তৈরী হয়েছে।
বিশিষ্ট চিকিৎসক ও ভাস্কর ইকবাল আনোয়ার বলেন, এমন আয়োজন কুমিল্লাকে সমৃদ্ধ করে। নানান বয়সী চিত্রশিল্পীদের অংশগ্রহণে প্রতিবছরই প্রদর্শনীটি মুখরিত হয়ে থাকে। প্রদর্শনী চলাকালীন সময়ে দর্শনার্থীরা মুগ্ধতা নিয়ে ফিরে যেতে পারেন।