ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় অধ্যক্ষের উপর হামলার ঘটনা
ছাত্রলীগের ৩ নেতাকে অভিযুক্ত করে মামলা
Published : Wednesday, 23 March, 2022 at 12:00 AM, Update: 23.03.2022 1:01:54 AM
ছাত্রলীগের ৩ নেতাকে অভিযুক্ত করে মামলাবিশেষ প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়ার উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। সোমবার (২১ মার্চ) আহত অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া বাদী হয়ে ৩ জন ছাত্রলীগ নেতা সহ অজ্ঞাত ১৫ জন কে অভিযুক্ত করে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- ছাত্রলীগ নেতা মো. আক্তার হোসেন রানা (২৬), চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি (২৩) ও রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগ সভাপতি কাজী জামিল আহমেদ (২২)।
মামলা সূত্রে জানা যায়, গত (১৪ মার্চ) কলেজের ফটকের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে শিক্ষার্থী আজাদ ও পিয়ন এমরান হোসেন রাজন এর মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে কলেজের পিয়ন এমরান হোসেন রাজন কে মারধর করে শিক্ষার্থী আজাদ। ওই ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া কে জানানোর কারণে পরদিন সকালে পিয়ন রাজন কে বেধড়ক মারধর করে দেশিয় অস্ত্র বের করে পিয়ন কে ধাওয়া দেয়। দৌড়ের মাঝখানে টিউবওয়েলে পরে গিয়ে শিক্ষার্থী আজাদ আঘাত প্রাপ্ত হয়। এর একদিন পর গত (১৬ মার্চ) আসামীরা ক্যাম্পাসে এসে ক্লাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বের করে দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে। এসময় অধ্যক্ষ মনিরুল ইসলাম কে সামনে পেয়ে পূর্ব পরিকল্পিত ভাবে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। আহত অবস্থায় অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া কে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদিকে চান্দিনা থানায় এজাহার এর দায়ের করলেও তা গ্রহণ করেনি চান্দিনা থানা পুলিশ।
এব্যাপারে বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো. আতিকুর রহমান সুমন বলেন- ‘বিজ্ঞ আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আজকের মধ্যেই গ্রেফতারি পরোয়ানাটি থানায় চলে যাবে।’
চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন- ‘আদালতের মামলার কপি আমরা এখনো পাইনি। অভিযোগ হাতে পেলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। থানায় লিখিত অভিযোগ করেছিল। আমরা তদন্ত করছি।’