ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মারধরের ঘটনায় কুবির সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
Published : Wednesday, 23 March, 2022 at 12:00 AM, Update: 23.03.2022 1:02:29 AM
মারধরের ঘটনায় কুবির সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি তানভীর সাবিক, কুবি  ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অব্যাহতি দেওয়া হয়েছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদকে। তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নিকট অনুরোধসহ আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমানকে মারধরের অভিযোগ আসায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ প্রতিনিধি দল ভুক্তভোগী আনিসুর রহমানের সাথে স্বশরীরে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত ওয়াকিল আহমদকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হল। তাকে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট অনুরোধসহ প্রেরণ করা হল।'
শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ঘটনা তদন্ত করে এর সত্যতা পেয়ে আমরা ওয়ালিকলকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নিকটও আমরা বহিষ্কারের সুপারিশ করেছি।
এর আগে ২১ মার্চ সন্ধ্যা ৭ টায় ওয়াকিল আহমেদকে চিনতে না পেরে 'তুমি' বলে সম্বোধন করায় মারধরের শিকার হোন বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমান। এ ঘটনায় তার বাঁ চোখ গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।