রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জন করোনা উপসর্গ এবং একজন করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে বুধবার (২৩ মার্চ) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনও রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর একজন এবং কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। আরেকজন করোনা নেগেটিভ আসার পর শারীরিক নানা জটিলতায় মারা গেছেন।
এদিকে ৩৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল পর্যন্ত ১২ জন ভর্তি। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। সন্দেহভাজন করোনা রোগী সাত জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় চার জন ভর্তি রয়েছেন।