Published : Sunday, 27 March, 2022 at 3:30 PM, Update: 27.03.2022 3:33:14 PM
খেলাধুলা ও শরীরচর্চা একজন শিক্ষার্থীকে শিক্ষার প্রতি মনোনিবেশ তৈরি করে থাকে। খেলাধুলা হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহ-শিক্ষার অংশ বিশেষ। তাই সুশিক্ষার পাশাপাশি একজন শিক্ষার্থী ক্রীড়া চর্চার মাধ্যমে সমাজের একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। কারণ ক্রীড়া হচ্ছে উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম। ২৭ মার্চ রোববার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার উদ্যোগে আয়োজিত ৪৮তম আন্তঃকলেজ এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এসব কথা বলেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা'র চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম এর সভাপতিত্বে এবং বোর্ডের উপ-সচিব ও ভারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়ার সার্বিক পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আহসান ফারুক রোমেল।
এছাড়া জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী সহ বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
তার আগে অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে ময়নামতি ও সুধারাম অঞ্চলের প্রতিযোগীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের কুচকাওয়াজ গ্রহণ শেষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে ৪৮তম আন্তঃকলেজ এ্যাথলেটিকসের উদ্বোধন করেন এমপি বাহার।
ক্যাপশনঃ
২৭ মার্চ রোববার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার উদ্যোগে আয়োজিত ৪৮তম আন্তঃকলেজ এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।