ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার্ডে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপিত
Published : Sunday, 27 March, 2022 at 4:00 PM
বার্ডে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপিতবাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপিত হয়েছে। এ দিবসটি উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, মুজিব বর্ষের থিম সং পরিবেশন, কুচকাওয়াজ প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, স্মৃতিতে অম্লান মুজিববর্ষ শীর্ষক ভিডিও ডকুমেন্টারির উদ্বোধন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, বিশেষ মুনাজাত ও প্রার্থনা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের পর বার্ডের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক জনাব মোঃ শাহজাহান। পরবর্তীতে বার্ডের বিভিন্ন ফোরাম ও প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলেচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, মহাপরিচালক এবং সভাপতিত্ব করেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক জনাব মোঃ সফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন বার্ডের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ। ২৫ মার্চ গণহত্যা দিবসের কালোরাত স্মরণে বার্ড ক্যাম্পাসে ০১ মিনিট প্রতীকী ব্লাকআউট করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে বার্ড ক্যাম্পাসে বর্ণিল সাজ ও আলোকসজ্জা করা হয়।