ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এমপিকে রাজাকারের ছেলে বললেন উপজেলা চেয়ারম্যান
Published : Sunday, 27 March, 2022 at 4:11 PM
কুমিল্লার বরুড়া উপজেলায় স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে একই মঞ্চে বক্তব্য দিতে গিয়ে কুমিল্লা-৮ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলকে ‘রাজাকারের ছেলে ও ভাতিজা’ বলে উল্লেখ করেছেন একই দলের উপজেলা পরিষদ চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম। এমন বক্তব্যে অনুষ্ঠানস্থলে চাপা ক্ষোভ দেখা দিলেও এমপি  নজরুল ধৈর্যে্যর সাথে পরিস্থিতি মোকাবেলা করায় এবং শান্তিপূর্ণ বক্তব্য রাখায় কোনো অঘটন ঘটেনি।
গতকাল সন্ধ্যায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এএনএম মইনুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে এ বক্তব্য দেন। তখন মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। তিনি তাৎক্ষণিকভাবে চেয়ারম্যানের বক্তব্যের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখাননি। শুধু উপজেলা চেয়ারম্যানের দিকে তাকিয়ে ছিলেন বিস্ময় দৃষ্টিতে। পরে রাতে এ ব্যাপারে এমপির বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, উপজেলা চেয়ারম্যান আমার বাবা সম্পর্কে সঠিক তথ্য দেননি। তিনি রাজনৈতিক বিদ্বেষপ্রসূত হয়ে এমন বক্তব্য দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। উল্লেখ্য বরুড়া উপজেলা আওয়ামী লীগে দুটি গ্রুপ সক্রিয় রয়েছে। এক গ্রুপের নেতৃত্বে আছেন উপজেলা চেয়ারম্যান এএনএম মঈনুল ইসলাম। অপর গ্রুপটি সংসদ সদস্যের নেতৃত্বে সক্রিয়। দুজনই গতকাল সরকারি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন।