ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
রণবীর ঘোষ কিংকর।
Published : Sunday, 27 March, 2022 at 7:09 PM
চান্দিনায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপনকুমিল্লার চান্দিনায় নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস। রবিবার (২৬ মার্চ) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। 
প্রত্যুষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, উপজেলা আওয়ামীগ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন। 
পরে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। এসময় বেলুন ও পায়রা উড়িয়ে মাঠের কর্মসূচীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে মাঠে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বাংলাদেশ স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণী ও পুরস্কার বিতরণ করেন তিনি।  
দুপুরে চান্দিনা আধুনিক পৌর কমিউনিটি সেন্টারে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত এমপি। এছাড়া চান্দিনা হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশ করা হয়। 
বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পরিষদ একাদশ ও মুক্তিযোদ্ধা সংসদ একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব  এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
দিনভর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, থানা অফিসার-ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান প্রমুখ। সার্বিক অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবীব।