ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাই কয়েলের আগুনে গোয়ালঘরে গরুর মৃত্যু
প্রদীপ মজুমদার
Published : Sunday, 27 March, 2022 at 7:15 PM
লালমাই কয়েলের আগুনে গোয়ালঘরে গরুর মৃত্যুকুমিল্লার লালমাই  উপজেলায় মশার কয়েলের আগুনে গোয়ালঘরে তিনটি গরু পুড়ে মারা গেছে। এর মধ্যে  দু'টি গরু সাত-আট মাসের গর্ভবতী ছিল।

রবিবার গভীর রাতে উপজেলার বাকই উত্তর ইউপির ভাবকপাড়া গ্রামের দক্ষিণ পাড়ার মরহুম সিদ্দিক উল্যাহ ভাইস-চেয়ারম্যানের ছেলে আমির সিদ্দিকীর বাড়িতে এ ঘটনা ঘটে।  

বাড়ির মালিক আমির সিদ্দিকী জানান, তার ডিউটি শেষ করে রাত দশটায় বাড়ীতে যায়। এগারোটার সময় গরু ঘরে গরুকে মশার প্রকোপ থেকে বাঁচার জন্য একটি মশার কয়েল লাগিয়ে দেয়। তারপর সবাই ঘুমিয়ে পড়ে।  যখন সজাগ হয় তখন তার গরু ঘরের সব-ই শেষ হয়ে যায়। তিনটি গরু সহ তার প্রায় তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয় ।
এবিষয়ে লালমাই প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রেদোয়ানুর রহমান সুমন বলেন উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দুর থেকে ফায়ার সার্ভিস আসার আগেই সব জ্বলে পুড়ে যায়। তিনি যথাযথ কর্তৃপক্ষের নিকট অনতিবিলম্বে উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান।
 
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইউব আলী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন।