ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নতুনদের বরণ করলো ছোট শরীফপুর ডিগ্রী কলেজ
Published : Tuesday, 29 March, 2022 at 12:00 AM, Update: 29.03.2022 12:41:55 AM
নতুনদের বরণ করলো ছোট শরীফপুর ডিগ্রী কলেজপ্রদীপ মজুমদার : আনন্দ আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী ছোট শরীফপুর ডিগ্রী কলেজে নবাগত ছাত্র/ছাত্রীদের বরণ করা হয়েছে।
এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো কলেজ জুড়ে। উপজেলা ছাত্রলীগের মোটর শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামালের আগমনে উৎসবমুখর হয়ে উঠে গোটা এলাকা।অনুষ্ঠানে ব্যাঘাত ঘটায় বৃষ্টি।
গতকাল সোমবার ছোট শরীফপুর ডিগ্রি কলেজ মাঠে কলেজ পরিচালনা কমিটির সদস্য ইব্রাহিম খলিল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন, লোটাস কামাল গ্রুপের পরিচালক, কলেজ পরিচালনা কমিটির সভাপতি নাফিসা কামাল।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ, লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি প্রার্থী কামরুল হাসান শাহীন,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন আহমেদ পাপ্পু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী, সদস্য এমদাদুল হক মজুমদার, যুবলীগের যুগ্ম আহবায়ক আমানউল্লাহ আমান,উপজেলা ছাত্রলীগের শাহপরান সওদাগর, সহ-সভাপতি রিফাত মজুমদার, সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাব্বি, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান মুজিব, সাবেক চেয়ারম্যান একরামুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, জাহাঙ্গীর আলম প্রমুখ।
নাফিসা কামাল বলেন - তোমাদের আগমনে এ কলেজ মেতে উঠেছে। তোমাদের স্বাগতম জানাচ্ছি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ কলেজে তোমাদের যাত্রা শুরু হল।
প্রত্যেকের ভেতরেই সম্ভাবনা আছে। তোমার ভেতরে কী আছে, সেটা তোমাকেই আবিষ্কার করতে হবে। তিনি বলেন, ফেসবুক-স্মার্টফোন তোমাদের অনেক সর্বনাশ করতে পারে। সেখানে ভালো-মন্দ দুটিই আছে।
চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে নিজেকে প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ করতে হবে চতুর্থ শিল্প বিপ্লবকে মোকাবেলা ও সেটার সুবিধা নিতে হলে প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। আগামীর দিনে যে যত প্রযুক্তিতে দক্ষ হবে তার জীবনে তত সুযোগের দুয়ার উন্মুক্ত হবে।