ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ত্রিপুরা আদিবাসীদের জন্য ককবরক মাতৃভাষা স্কুল শুরু
তানভীর দিপু
Published : Sunday, 27 March, 2022 at 7:41 PM, Update: 27.03.2022 7:43:03 PM
কুমিল্লায় ত্রিপুরা আদিবাসীদের জন্য ককবরক মাতৃভাষা স্কুল শুরু কুমিল্লার লালমাই পিাহাড়ে ত্রিপুরা জনগোষ্ঠীর ককবরক মাতৃভাষা স্কুল উদ্বোধন করা হয়েছে। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ত্রিপুরা আদিবাসী জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় ভাষা ‘ককবরক’ পুনরুদ্ধারের লক্ষ্যে সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই স্কুল তৈরীর কার্যক্রম শুরু করা হয়।  আজ ২৭ মার্চ বিকেলে স্কুলটির এক কক্ষ বিশিষ্ট স্কুল ভবনের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ-কুমিল্লার উপ পরিচালক শওকত ওসমান। এসময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ ঘোষ। 
পহেলা বৈশাখ থেকে স্বেচ্ছা শ্রমে এই স্কুলে ককবরক ভাষা শেখাবেন এই জনগোষ্ঠীর প্রবীণরা। 
স্কুলটির প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মনিন্দ্র ত্রিপুরা বলেন, ককবরক ভাষায় উচ্চারণগত ভিন্নতা থাকলেও, আলাদা কোন বর্ণমালা নেই। বাংলা বর্ণমালা ব্যবহার করেই লিখতে হয় এই ভাষা। আদি এই ভাষাটি নতুন প্রজন্মের ত্রিপুরারা যেন ভুলে না যায়- তাই এই উদ্যোগ। শুরুতেই প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের এই ভাষা শেখানো হবে। চাইলে ত্রিপুরা জনগোষ্ঠীর যে কেউ এই আদি ভাষাটি শিখতে পারে।