ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শপথ নিলেন দেবীদ্বারের ইউপি সদস্যরা
এবিএম আতিকুর রহমান বাশার
Published : Wednesday, 30 March, 2022 at 8:48 PM
শপথ নিলেন দেবীদ্বারের ইউপি সদস্যরাকুমিল্লার দেবীদ্বারে ১৪ ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত  গেজেটভুক্ত ৪২ জন সংরক্ষিত ও ১২৬ জন সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন। ১৪ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগন এবং শপথ গ্রহণ করতে আসা সংরক্ষিত এবং সাধারণ সদস্যরা।