ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গলাটিপে হত্যা করে স্ত্রীকে আগুনে পুড়িয়ে দেয় স্বামী
কুমিল্লায় ঘাতক স্বামী র‌্যাবের হাতে গ্রেপ্তার
তানভীর দিপু
Published : Tuesday, 29 March, 2022 at 1:13 PM, Update: 29.03.2022 1:36:15 PM
গলাটিপে হত্যা করে স্ত্রীকে আগুনে পুড়িয়ে দেয় স্বামীকুমিল্লার বরুড়ায় আগুনে পোড়া নববধূকে পারিবারিক বিরোধের জেরে প্রথমে গলাটিপে হত্যা করে স্বামী। আগুন জ্বালিয়ে দেওয়ার রহস্য উদঘাটন এবং নববধূর স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।
মঙ্গলবার সকালে প্রেস কনফারেন্সে কুমিল্লার র‌্যাব ১১, সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে বরুড়া উপজেলার ডেউয়াতলী গ্রামে গত ১১ মার্চ রাতে নিহত ইয়াসমিন আক্তারকে (২২) শ্বাসরোধে হত্যা করে স্বামী রেজাউল করিম। তারপর নিজেকে আড়াল করতে রেজাউল ভোরে তার স্ত্রীর মরদেহে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে সে ফজরের নামাজ পড়তে মসজিদে চলে যায়। কয়েকদিন পর সেই আত্মগোপনে চলে যান।  
এই হত্যাকাণ্ডের ঘটনা উদঘাটনে তদন্তে নামে র‌্যাব। পরে গত ২৮ মার্চ রাতে কুমিল্লা নগরীর ইপিজেড এলাকা থেকে রাত ৯টায় ঘাতক রেজাউল করিমকে আটক করা হয়। 
এর আগে ইয়াসমিনের ভাই রাকিবের করা মামলা ও আটক রেজাউলের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন হয়।  
 গত ১০ জানুয়ারি পারিবারের অমতে নিহত ইয়াসমিন আক্তার (২২) এর সাথে ঘাতক রেজাউল করিমের বিয়ে হয়। রেজাউলের বাড়ি বরুড়া উপজেলার ডেউয়াতলী গ্রামে।