ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশের স্বপ্ন দেখি’
Published : Thursday, 31 March, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি। আমাদের এ স্বপ্ন গুলোকে বাস্তবায়ন করা দায়িত্ব তোমাদের। আমি আশা করি তোমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে নিজেকে মনোনিবেশ করবে’।
আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বুধবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলেজ অধ্যক্ষ সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভার্নিং বডির সভাপতি অভিষেক দাশ।
সহকারী অধ্যাপক মোহাম্মদ সোলেমান ও ড. মনিরুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, অভিভাবক রুহুল আমিন, ইকরামুল হাসান মনি ও একাদশ শ্রেণির ছাত্রী তাইফা আক্তার।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, কলেজ গভার্নিং বডির সদস্য খলিলুর রহমান, হেলাল উদ্দিন চৌধুরী, নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক বজলুর রহমান ও গভার্নিং বডির শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক দ্বীন দয়াল পাল প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্র হাফেজ আবু সুফিয়ান ও গীতা পাঠ করেন শারদ পাল সাম্য।  
অনুষ্ঠানের শুরুতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো কলেজের ৮৫২ জন নবীন শিক্ষার্থীকে। এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।