২৭ মেডিকেল কলেজ হাসপাতালে বসছে মাইক্রোবায়োলজি ল্যাব
Published : Thursday, 31 March, 2022 at 12:00 AM
দেশের ২৭টি মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবসহ আধুনিক মাইক্রোবায়োলজি ল্যাব স্থাপন করতে যাচ্ছে সরকার।
বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী জানান, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তর ২৭টি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থাপনের জন্য ২৭টি আরটিপিসিআর মেশিনসহ আধুনিক মাইক্রোবায়োলজি ল্যাব স্থাপন করতে যাচ্ছে। সেজন্য জাতিসংঘের প্রতিষ্ঠান ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন চেয়েছে। বৈঠকে প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়েছে।
একই দিন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মরক্কোর কাছ থেকে ২৫৭ কোটি ১১ লাখ ৭৪ হাজার টাকায় ৩০ হাজার টন টিএসপি ও ৩৯৮ কোটি ৯৯ লাখ ২৫ হাজার টাকায় ৪০ হাজার টন ডিএপি সার কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এছাড়া পেট্রোবাংলার প্রস্তাবে সিঙ্গাপুরের ভিটল এনার্জির কাছ থেকে প্রতি ইউনিট ৩৫ ডলার মূল্যে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিইউটি এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে মোট খরচ হবে ১,১৮৬ কোটি ৭৩ লাখ ১০ হাজার টাকা।