ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ার সিদলাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
Published : Thursday, 31 March, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।
স্কুলের সভাপতি লায়ন মোস্তফা কামালের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, স্কুলের সাবেক সভাপতি শাহ মোঃ আলমগীর খান, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বীর মু্ক্িতযোদ্ধাদের পক্ষে মুক্তিযোদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে বীরের কন্ঠে বীরত্ব গাঁথা বর্ণনা করেন যুদ্ধকালীন সময়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়া-কসবা আঞ্চলিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন সরকার, স্কুলের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন সরকার, সাবেক ডেপুটি কমান্ডার আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা ফরিদ খান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিক খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আলী ইমাম, প্রভাষক রেজাউল করিম, সিদলাই মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু,উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি ইসমাইল নয়ন, স্কুলের  ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার জয়নাল হোসেন জানু। অনুষ্ঠানে ৮২ জন বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।