ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়া নিশিন্তপুর বাজারে ভয়াবহ আগুন ৯ দোকানির ৫০ লাখ টাকার ক্ষতি
Published : Thursday, 31 March, 2022 at 12:00 AM, Update: 31.03.2022 1:14:57 AM
বরুড়া নিশিন্তপুর বাজারে ভয়াবহ আগুন ৯ দোকানির ৫০ লাখ টাকার ক্ষতিমোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লার বরুড়ায় পৌরসভার ৬ নং ওয়ার্ড নিশিন্তপুর বাজারে গত ৩০ মার্চ মধ্যেরাত অনুমান ২ টায়, ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই অনুমান ৫০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়সুত্রে জানাযায়, ৩০ মার্চ মধ্যেরাতে, নিশিন্তপুর বাজারের স্থানীয় দোকানদার হুমায়ুন ডিলারের দোকান থেকে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে একে লাইনের নয়টি দোকানেই ভয়াবহ অগ্নিকান্ড ঘটে যায়। উক্ত আগুন লাগার খবর পেয়ে বরুড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুতগিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হলেও নয়টি দোকান একদম পুড়ে ছাই হয়ে যায়। এ খবর পেয়ে সকাল ১০ টায় বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন বখতিয়ার ও উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন, এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আশ্বাস দেন ।
এ ব্যাপারে বরুড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার, মোঃ আসাদুজ্জামান বলেন, সাধারণ জনমত ও পরিস্থিতি প্রেক্ষাপট প্রমান করে এই আগুন লাগার কারন বিদ্যুৎটিক সর্টসার্কিট থেকে আগুন লাগে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়িকগন হচ্ছেন, ডিলার হুমায়ুন কবির, মোঃ মামুনুর রশিদ, আঃ রব, আবুল হাসেম, খোকন মিয়া, ইউনুস ডিলার, জাকির হোসেন, আবুল বাসার,উক্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়িগন তাদের অসহায়ত্ব দৃষ্ঠি নিয়ে সরকারের প্রতিনিধিগনের কাছে সহযোগিতার আশাবাদী করেন।