ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বাধীনতা দিবস উপলক্ষে
কাটুনীপাড়া দারুল উলুম দাখিল মাদরাসায় আলোচনা সভা
শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও পুরুষ্কার বিতরণ
Published : Thursday, 31 March, 2022 at 12:00 AM, Update: 31.03.2022 1:23:01 AM
কাটুনীপাড়া দারুল উলুম দাখিল মাদরাসায় আলোচনা সভা আবুল কালাম আজাদ।
মনোহরগঞ্জ উপজেলার কাটুনীপাড়া দারুল উলুম দাখিল মাদরাসার উদ্যোগে গতকাল প্রতিষ্ঠানটির মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা,শিক্ষকদের অবসর জনিত ও পদোন্নতিপ্রাপ্ত বিদায় সংবর্ধনা, মরণোত্তর সম্মাণনা প্রদান ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার, মেধা পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়্যুম চৌধুরী।প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের কায্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিফন বালা,নাথের পেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর আহমেদ, উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পাটোয়ারী সোহেল,উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ সিরাজুল ইসলাম, উত্তর হাওলা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আরেফিন রুবেল, সাধারণ সম্পাদক আবদুল হান্নান পাটোয়ারী প্রমুখ।
কাটুনীপাড়া দারুল উলুম দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান শামীমের সভাপতিত্বে ও নুর মোহাম্মদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন মহলের ব্যাক্তিবর্গ,প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষক -শিক্ষার্থীগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন
কাটুনীপাড়া দারুল উলুম দাখিল মাদরাসার উদ্যোগে আজ যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা প্রশংসার দাবীদার। এধরনের অনুষ্ঠান শিক্ষক -শিক্ষার্থীদের মাঝে প্রেরণার উৎস হিসাবে কাজ করে।
বক্তারা আরো বলেন, মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় মাদরাসাটির যে উন্নতি সাধিত হয়েছে আমরা তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।মাদরাসার বর্তমানে যে পরিমানে শিক্ষার্থী রয়েছে,এতে আমাদের একাডেমিক কায্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে।পরে উপস্থিত সকলের পক্ষ থেকে মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের মাধ্যমে মাদরাসাটির জন্য একটি নতুন বহুতল ভবন নির্মাণের দাবী উপস্থাপন করা হয়।