ইউক্রেন যুদ্ধের ধাক্কা লাগাবে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিতেও। এই যুদ্ধের কারণে জার্মানি আরও গরিব হবে বলে জানিয়েছেন জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রবার্ট হ্যাবেক স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, আমরা আরও গরিব হয়ে পড়ব। জার্মান সমাজের জন্য কোনো মূল্য মেটানো ছাড়া এই যুদ্ধ শেষ হবে, এটা সম্ভব নয়। এটা অকল্পনীয়। আমি বিশ্বাস করি যে আমরা এই মূল্য দিতে প্রস্তুত। তবে ইউক্রেনের দুর্ভোগের তুলনায় সেই মূল্য যথেষ্ট কম বলেও জানান তিনি।
এদিকে, ইউক্রেন যুদ্ধের ধাক্কা এসে লেগেছে রাশিয়ার অর্থনীতিতেও। মস্কো থেকে সাইবেরিয়ার তেলের রাজধানী নভোসিবির্স্ক এবং সেন্ট পিটার্সবার্গের বুদ্ধিজীবী কেন্দ্র থেকে মুরমানস্কের পারমাণবিক সাবমেরিন ঘাঁটি পর্যন্ত–বিচ্ছিন্নতা, সেন্সরশিপ এবং যুদ্ধের কারণে অবরোধ আরোপের ফলে একটি নির্মম ভবিষ্যত থেকে বাঁচার পথ খুঁজছে রাশিয়া।