ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লায় “ইউনিক স্টুডেন্টস আইডি, ইফেকটিভ ইউস অব ইআরপি এবং এক্সচেঞ্জ অব ভিউস” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Published : Friday, 1 April, 2022 at 12:00 AM, Update: 03.04.2022 10:29:49 PM
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লায় “ইউনিক স্টুডেন্টস আইডি, ইফেকটিভ ইউস অব ইআরপি এবং এক্সচেঞ্জ অব ভিউস” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগত ২৯ ই মার্চ ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী “ইউনিক স্টুডেন্টস আইডি, ইফেকটিভ ইউস অব ইআরপি এবং এক্সচেঞ্জ অব ভিউস” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. সুরজিৎ সর্ববিদ্যা, প্রধান অতিথি হিসেবে ড. এস, জে, আনোয়ার জাহিদ, রেজিস্ট্রার, বিশেষ অতিথি হিসেবে জনাব সৈয়দ শফিকুল হক, পরিচালক (প্রশাসন), সকল ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং শিক্ষক ও অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে জনাব শেখ শহিদুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এবং রিসোর্স পার্সন, সিএসই ডিপার্টমেন্ট উপরোক্ত বিষয়ে কী-নোট পেপারস উপস্থাপনা করেন। জনাব শহীদুল ইসলাম প্রথম সেশনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ইউনিক বিষয়ে উপস্থাপনা প্রদান করেন। উপস্থাপনা শেষে শিক্ষক-কর্মকর্তাগণ তাদের মতামত দেন এবং প্রশ্ন করেন। দ্বিতীয় সেশনে শিক্ষকবৃন্দ কিভাবে আরো ফলপ্রসূভাবে বিশ্ববিদ্যালয়ের ইআরপি সিস্টেম ব্যবহার করতে পারেন সে বিষয়ে কী-নোট স্পিকার গুরুত্ব সহকারে উপস্থাপন করেন। সবশেষ জনাব শহিদুল ইসলাম, আইকিউএসি নির্ধারিত বিভিন্ন ডকুমেন্টস উপস্থাপন করেন। পরবর্তীতে প্রশ্ন-উত্তর সেশনে কী-নোট স্পিকার বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
কর্মশালাশেষে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. সুরজিৎ সর্ববিদ্যা সভাপতির বক্তব্যে কর্মশালায় উপস্থিত সকলকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আরো নানা বিষয়ে কর্মশালা আয়োজনের পরামর্শ রাখেন। তিনি কী-নোট স্পিকারকে বিশেষ ধন্যবাদ প্রদান করেন।
কর্মশালার উপস্থাপিকা, মিসেস তানজিলা তামান্না, লেকচারার, ডিপার্টমেন্ট অব ‘ল’ উপস্থিত সকলকে দিনব্যাপী কর্মশালায় উপস্থিত থাকার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।