ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভূমিহীনদের টিউবওয়েল দিলেন ডা.ফেরদৌস খন্দকার
Published : Friday, 1 April, 2022 at 12:00 AM
শাহীন  আলম, দেবিদ্বার  ||
কুমিল্লার দেবিদ্বারে আশ্রয়ন প্রকল্পের ২৩ পরিবারের নিরাপদ পানি পানের জন্য টিউবওয়েল স্থাপন করে দিলেন নিউইয়ার্কের শেখ রাসেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা  ডা. ফেরদৌস খন্দকার। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামের ২৩ টি পরিবারের মাঝে ৪ টি টিউওয়েল স্থাপন করা হয়। এর আগে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে নিরাপদ পানির দাবি জানান প্রকল্পের বাসিন্দারা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে ডা. ফেরদৌর খন্দকার প্রকল্পের বাসিন্দারের আসন্ন রমযানে কষ্ট লাঘবে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেন। পরে বৃহস্পতিবার সকালে প্রকল্পের বাসিন্দারের উপস্থিতিতে ৪টি টিউবওয়েল স্থাপন করা।
 এদিকে, একই দিনে দুপুরে টিউবওয়েল স্থাপনের পর প্রকল্পর বাসিন্দারের খোঁজ খবর নিতে কাচিসাইরে ছুটে যান ডা. ফেরদৌস খন্দকারসহ একদল স্বেচ্ছাসেবী টিম। এসময় তিনি প্রকল্পের বসবাসরত বিভিন্ন বয়সী নারী ও পুরুষের সুখ দুখের কথা শুনেন। প্রকল্পের বাসিন্দা হাবিবা ও মনি বলেন, দীর্ঘদিন নিরাপদ পানির সংকট ছিলো এখানে। ডা. ফেরদৌস খন্দকার আমাদের ৪টি টিউবওয়েল দিয়েছেন। আমরা অনেক খুশি।  ডা. ফেরদৌস খন্দকার সাংবাদিকদের বলেন, ভালো কাজ সবাইকে এক সাথে করতে হবে।  মাননীয় প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন  ছিন্নমূল এসব মানুষগুলো পাশে দাঁড়াতে। তার অনবদ্য উদাহরণ এ আশ্রয়ন প্রকল্প গুলো। এটি তাঁর স্বপ্ন। আজ এমনই একটি আশ্রয়ন প্রকল্পে আমি এসেছি। সত্যিই  যারা দিন আনে দিন খায় তাদের সাথে মেশে ভালো লেগেছে আমার। এ ঘরগুলোর মানুষেরা বড্ড অসহায়।  তাদের দেখে মনে হলো তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি একা কতটুকু করব ! যার যার এলাকার বিত্তশালীরা যদি এগিয়ে আসে তাহলেই সম্ভব এই ছিন্নমূল মানুষগুলোর  কষ্ট দূর করা। তাদের স্বপ্নগুলো বেশি বড় স্বপ্ন নয় শুধু  দু’বেলা দু’মুঠো ভাত খেয়ে বেঁচে থাকা । তাদের দীর্ঘদিনের নিরাপদ পানির সংকটের কথা শুনে নিউইয়র্কের শেখ রাসেল ফাউন্ডেশন (ইউএস)  দেবিদ্বার শাখার  স্বেচ্ছাসেবীদের নিয়ে প্রকল্পের বাসিন্দারের ৪ টি টিউবওয়েল দেয়া হয়েছে।  আমি ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।