Published : Friday, 1 April, 2022 at 12:00 AM, Update: 01.04.2022 12:48:57 AM

আলমগীর হোসেন, দাউদকান্দি ||
দাউদকান্দিতে
ভেজাল মিশ্রিত সয়াবিন তেল ও পামওয়েল সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে দাউদকান্দি পৌরসভার তালতলী এলাকায় অবৈধ মজুদ প্রতিরোধ ও
ভেজাল বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লার
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: ফয়েজ ইকবাল।
সিনিয়র
এএসপি মো: ফয়েজ ইকবাল জানান, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম
(বার) স্যারের প্রত্যক্ষ তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মজুদ
প্রতিরোদ ও ভেজাল বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পৌরসভাস্থ তালতলীতে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এক্সপিড পাম্পের পশ্চিম পাশে অভিযান চালানো
হয়।
অভিযানে জনৈক রাজিব মোল্লার টিনসেড ঘরের সামনে বিক্রয়ের উদ্দেশ্যে
অবস্থানরত ০১টি ট্রাক ভর্তি ভেজাল মিশ্রিত সয়াবিন তেল ও পাম অয়েল সহ ৩ জনকে
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার
বাশন্ডা গ্রামের মৃত মফিজ মিয়ার আব্দুল সালাম(৬০), একই থানার বদরপুর
গ্রামের তাজুল ইসলামের ছেলে মোঃ শরীফ (২৮) এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়া
থানার চর বাউশিয়া গ্রামের ওয়াজ কুরুনীর ছেলে মোঃ তপু (২০)।
এএসপি মো: ফয়েজ ইকবাল জানান, জব্দকৃত ০১টি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৯৭১৬) যাহার অনুমানিক মূল্য
ত্রিশ
লক্ষ টাকা, ৪৫ টি ভেজাল মিশ্রিত সয়াবিন তেল ভর্তি নীল রংয়ের ড্রাম,
প্রতিটি ড্রামে ১৮৫ লিটার করে মোট ৮,৩২৫ লিটার তেল, যার অনুমানিক মূল্য ১১
লক্ষ টাকা, ০২টি নীল রংয়ের ভেজাল মিশ্রিত পাম অয়েল ভর্তি ড্রাম, তম্মধ্যে
০১টিতে ১৪০ লিটার, অপরটিতে ১৩৮ লিটার সহ মোট ৩৪৮ লিটার ভেজাল মিশ্রিত পাম
অয়েল তেল। যাহার অনুমানিক মূল্য ৪০ হাজার টাকা, ২৬টি নীল রংয়ের খালি ড্রাম,
১টি ডিজিটাল স্কেল, লাল ও নীল রংয়ের ০৪টি বালতি, এবং ০১টি হোস পাইপ নীল
রংয়ের জব্দ করা হয়েছে।
এই ঘটনায় ৩১ মার্চ গ্রেপ্তারকৃত আসামিদের
বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-গ
মামলা দায়ের করা হয়েছে।