Published : Friday, 1 April, 2022 at 12:00 AM, Update: 01.04.2022 12:49:03 AM

নিজস্ব
প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী
মুজিববর্ষ উপলক্ষ্যে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রকাশিত সাহিত্যপত্র
‘সুজলা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার ৩১ মার্চ সন্ধ্যায় জেলা
শিল্পকলা একাডেমীতে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
স্থানীয় সরকার বিভাগ, কুমিল্লার উপপরিচালক শওকত ওসমান। কবি সৈয়দ আহমাদ
তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও
সাহিত্যক ড. আলী হোসেন চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক, ভাস্কর ও শিশু চিকিৎসক
ইকবাল আনোয়ার, কবি ও চিকিৎসক মেহেদি ইকবাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।
মোড়ক উন্মোচন শেষে
স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার বিশিষ্ট
কবি-সাহিত্যিক ও শিল্পানুরাগীরা অংশগ্রহণ করেন।