Published : Friday, 1 April, 2022 at 12:00 AM, Update: 01.04.2022 12:49:27 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
কোটবাড়ি-বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি
উপজেলার কুশিয়ারা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মো. নাছির উদ্দিন (৫২) ও তার
স্ত্রী শরিফা আক্তার (৪৫)।
স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে
কুমিল্লা থেকে বাড়ি যাচ্ছিলেন ওই দম্পতি। পথে মহাসড়কের আদর্শ সদর উপজেলার
কোটবাড়ি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী
দুজনই সড়কে ছিটকে পড়েন। এসময় অপর একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা
মারা যান।
গাড়িচাপায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়নামতি
ক্রসিং হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, খবর পেয়ে ঘটনাস্থল
থেকে দুজনের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।