সদ্যই আফগানিস্তান ক্রিকেটের বোলিং পরামর্শ হিসেবে দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। এবার আফগানদের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ব্যাটার ইউনিস খান। মাত্র ১৫ দিনের জন্য আফগান ব্যাটারদের দেখ-ভাল করবেন ইউনিস। আগামী ৪ এপ্রিল আবুধাবিতে আফগানদের ক্যাম্পে যোগ দেবেন তিনি।
সাম্প্রতিককালে ইংল্যান্ডের গ্রাহাম থর্পকে স্থায়ীভাবে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এপ্রিলের শেষদিকে দলের সাথে যোগ দেবেন থর্প।
২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইউনিস। ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিং-এর সাথে যুক্ত হন তিনি। ছয় মাসের জন্য পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছিলেন ইউনিস। ২০২১ সালের মাঝামাঝি দায়িত্ব ছেড়েছিলেন এই কিংবদন্তি। তবে এবার ভিন্ন দলের ব্যাটিং পরামর্শদাতার ভূমিকায় দেখা যাবে তাকে।
পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটারকে নিজেদের কোচিং প্যানেলে যুক্ত করতে পেরে বেশ খুশি এসিবির প্রধান নির্বাহী নাসিব খান। তিনি বলেন, ‘ইউনিস-গুল, দুইজনেরই আন্তর্জাতিক ক্রিকেটে প্রচুর অভিজ্ঞতা আছে। আমি নিশ্চিত তারা ক্রিকেটারদের সাহায্য করতে পারবে। তাদের থেকে আমাদের ক্রিকেটাররা ব্যাটিং ও বোলিংয়ের ক্ষেত্রে অনেক উপকার পাবে।’