কোন যানবাহনে কত দুর্ঘটনা, মারা গেছেন কতজন?
Published : Tuesday, 5 April, 2022 at 12:00 AM
গেলো মার্চে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার অধিকাংশই ঘটেছে মোটরসাইকেলে। সব ধরনের দুর্ঘটনায় মারা গেছেন ৫৮৯ জন। আহত হয়েছেন ৬৪৭ জন। নিহতের মধ্যে ৬১ জন নারী ও ৯৬ জন আছে শিশু।
এই সময় পাঁচটি নৌ-দুর্ঘটনায় মারা গেছেন ১৯ জন। ১১টি রেলপথ দুর্ঘটনায় মারা গেছেন ১৭ জন।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে দেখা গেছে, গত মাসেই ১৭৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ২২১ জন। যা মোট নিহতের প্রায় সাড়ে ৩৭ শতাংশ। আবার মোট দুর্ঘটনার মধ্যেও মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮ দশমিক ৪২ শতাংশ। আবার সড়ক দুর্ঘটনায় ১৬২ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের সাড়ে ২৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৩ জন।
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ২২১ জন, বাসযাত্রী ৩৯ জন, ভারী যান (ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি) চালক ও সহকারী ৩৪ জন, মাইক্রোবাস-প্রাইভেটকার যাত্রী ১৭ জন, থ্রি-হুইলার আরোহী ৮১ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-টমটম) ২৪ জন এবং প্যাডেল চালিত গাড়ির আরোহী ১১ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬৭টি জাতীয় মহাসড়কে, ১৭৯টি আঞ্চলিক সড়কে, ৬৮টি গ্রামীণ, ৩৯টি শহরে ও অন্যান্য স্থানে ৫টি সংঘটিত হয়েছে।