ঈদ-বর্ষার আগে সব সড়ক মেরামতের নির্দেশ
Published : Tuesday, 5 April, 2022 at 12:00 AM
ঈদ ও বর্ষাকে সামনে রেখে সারা দেশের ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে এক সভায় এই নির্দেশ দেন।
বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার এই সভায় কাদের বলেন, ঈদ ও বর্ষাকে সামনে রেখে সারাদেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের জন্য সচল রাখার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “দায়সারাভাবে কাজ না করে নিজ নিজ জায়গা থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কোথাও যেন যানজট না হয়, সেদিকে কঠোরভাবে মনিটরিং করতে হবে।”
ঢাকার বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট এলাকায় যান চলাচলে জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকে দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
সভায় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।