ইসরাইলের সেনাপ্রধান দাবি করেছেন, গত দুই সপ্তাহে তারা ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনের কমপক্ষে ১০টি হামলা প্রতিহত করেছে।
সোমবার দেশটির বিমানবাহিনীর এক অনুষ্ঠানে ইসরাইলের সেনাপ্রধান লে. জেনারেল আবিব কোচাবি এ তথ্য প্রকাশ করেন। খবর স্পুটনিকের।
মেজর জেনারেল টমের বারকে ইসরাইলের বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ প্রদান উপলক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তবে, কবে কখন এসব হামলা প্রতিহত করা হয়, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ইসরাইলের সেনাপ্রধান।
ইসরাইলে গত ফেব্রুয়ারিতে বেশ কয়েকটি হামলার ঘটনায় ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে ইসরাইলি পুলিশও রয়েছেন।
এ ঘটনার পর ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে।
প্রথম রমজানে ফিলিস্তেনের জেনিন শহরে অভিযান চালিয়ে তিন মুসলিম যুবককে হত্যারও ব্যাখ্যা দিয়ে ইসরাইলি সেনাবাহিনী।
তাদের দাবি, ফিলিস্তিনি ওই ৩ যুবক ইসলামি জিহাদ গ্রুপের সশস্ত্র সদস্য। তারা পশ্চিমতীরের জেনিন শহর থেকে ইসরাইলে প্রবেশ করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল।