ইউক্রেন পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। সোমবার আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে উভয় পক্ষের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
বৈঠকে তুরস্কের প্রতিনিধিত্ব করেন তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
ইব্রাহিম কালিনের দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে সিরিয়া, আজারবাইজান, আর্মেনিয়া ও ইসরায়েল ইস্যু নিয়ে কথা হয়েছে। এছাড়া জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
গত ২৯ মার্চ ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়ান-ইউক্রেনীয় শন্তি আলোচনা নিয়েও বৈঠকে কথা হয়েছে। এ সময় ইউক্রেনে একটি যুদ্ধবিরতি এবং মানবিক করিডোর প্রতিষ্ঠার বিষয়ে তুরস্কের কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান ইব্রাহিম কালিন।