ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংসে জিতলো ব্রাদার্স
Published : Wednesday, 6 April, 2022 at 12:00 AM
বিকেএসপির তিন নম্বর মাঠে দারুণ এক সেঞ্চুরি করেছেন ব্রাদার্স ইউনিয়নের ব্যাটার মোহাম্মদ আশরাফুল। ১৪১ রানের ইনিংস খেলার পথে সাবেক এই অধিনায়ক আবার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসেরও দেখা পেয়েছেন। তার ইনিংসে ভর করেই ৩০৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ব্রাদার্স ইউনিয়ন। জবাবে রূপগঞ্জ টাইগার্স ২৭৩ রানে অলআউট হয়ে গেছে। তাতে ৩৬ রানের জয় পেয়েছে আশরাফুলরা।
বিকেএসপির তিন নম্বর মাঠে ৩১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮৩ রানে ৩ উইকেট  হারিয়ে কিছুটা বিপদে পড়ে যায় রূপগঞ্জ। লঙ্কান স্পিনার চতুরঙ্গ ডি সিলভা দুই ওপেনার মিজানুর রহমান (১) ও জাকির হাসানকে (৩৩) ফেরানোর পর বাবা অপরাজিতকে সাজঘরে ফেরান আশরাফুল। এরপর ফজলে মাহমুদ ও মার্শাল আইয়্যুব মিলে রূপগঞ্জকে ম্যাচে ফেরানোর চেষ্টা করছিলেন। চতুর্থ উইকেটে দুইজন মিলে ১১০ রানের জুটি গড়েন। মার্শাল ৫৪ বলে ৫৮ রানে আউট হলেও ফজলে মাহমুদ এক প্রান্ত আগলে ব্যাটিং করেছেন। কিন্তু মিডল অর্ডার থেকে সাপোর্ট না পাওয়াতে রূপগঞ্জের স্কোর ৪৭.৪ ওভারে থেমে গেছে ২৭৩ রানে। ফজলে মাহমুদ সর্বোচ্চ ১০০ রান করেছেন। ১০০ বলে ৪ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি।
ব্রাদার্সের বোলারদের মধ্যে আবু হায়দার, চতুরঙ্গ ডি সিলভা, সাকলাইন সজিব ও মানিক খান দুটি করে উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ার সেরা ইনিংস খেলা আশারফুল নেন একটি উইকেট।
এর আগে আশরাফুলের ১৪১ রানের ওপর দাঁড়িয়ে ৪ উইকেটে ব্রাদার্স ৩০৯ রান স্কোরবোর্ডে জমা করে। চলতি প্রিমিয়ার লিগটা একদমই ভালো কাটছিল না আশরাফুলের। প্রথম চার ম্যাচ ব্যর্থ হওয়ার পর সর্বকণিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান পঞ্চম ম্যাচে এসে ৫৫ রানের ইনিংস খেলেছেন। এরপর তিন ম্যাচের দুটিতে আউট হয়েছেন রানের খাতা না খুলেই। মঙ্গলবার রূপগঞ্জের বিপক্ষে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলে রানে তো ফিরেছেনই, ব্রাদার্সের দ্বিতীয় জয়ের রূপকারও তিনি। এছাড়া মাইশুকুর রহমানের ৬৮, চতুরঙ্গ ডি সিলভার ৫১ রান ব্রাদার্সের স্কোর তিনশ পার হতে অবদান রাখে। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারটি পান আশরাফুল।
রূপগঞ্জের বোলারদের মধ্যে ফরহাদ, নাসুম, ফজলে মাহমুদ ও আরিফুল একটি করে উইকেট নিয়েছেন।