আবারও ফিফা প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ
Published : Wednesday, 6 April, 2022 at 12:00 AM
আগামী
জুনে এশিয়ান কাপের বাছাই পর্বে গ্রুপ ‘ই’ তে খেলবে বাংলাদেশ। সেখানে তাদের
প্রতিপক্ষ তুর্কমেনিস্তান, বাহরাইন ও স্বাগতিক মালয়েশিয়া। কঠিন পরীক্ষায়
নামার আগে জামাল ভূঁইয়ারা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে আবার। নিজের
দেশে কিংবা যাওয়ার পথে খেলবে একটি ফিফা প্রীতি ম্যাচ।
বাংলাদেশ ফুটবল
ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ প্রস্তুতিমূলক ম্যাচটির
কথা নিশ্চিত করেছেন। কাতারে ফিফা কংগ্রেস শেষে দেশে ফিরে এই কর্মকর্তা
ভিডিও বার্তায় বলেছেন, ‘জুনে আমরা এশিয়ান কাপের তিনটি ম্যাচ খেলতে পারবো।
পাশাপাশি এই ফিফা উইন্ডোতে আরও একটি ম্যাচ খেলতে চাই। সেটা হতে পারে আমাদের
মাঠে কিংবা মালয়েশিয়াতে যাওয়ার পথে কোনও দেশের সঙ্গে।তবে অগ্রাধিকার থাকবে
নিজেদের মাঠে খেলাটা আয়োজন করার।’
এছাড়া কক্সবাজারে ফিফা টেকনিক্যাল সেন্টার স্থাপন নিয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
অবশ্য
সর্বশেষ প্রস্তুতি ম্যাচগুলোতে প্রেরণাদায়ক কিছু ছিল না বাংলাদেশের।
মার্চের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। মালদ্বীপের মাঠে
স্বাগতিকদের কাছে ২-০ গোলে হারের পর সিলেটে মঙ্গোলিয়ার সঙ্গে করেছে
গোলশূন্য ড্র। ফলে বড় পরীক্ষায় নামার আগে নিজেদের ভালো করে প্রস্তুত করতে
চাইছে বাংলাদেশ।