ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রোজাদারকে ইফতার করানো ক্ষমা পাওয়ার অছীলা
Published : Wednesday, 6 April, 2022 at 12:00 AM, Update: 06.04.2022 12:36:59 AM
রোজাদারকে ইফতার করানো ক্ষমা পাওয়ার অছীলাযে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় এটা তার মাগফেরাতের বা ক্ষমা পাওয়ার অছীলা হবে।
রাসূল (স.) এরশাদ করেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে এটা তার মাগফিরাত বা ক্ষমা পাওয়ার অছীলা হবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হবে। ইফতার করানোর দ্বারা আল্লাহপাক তাকে রোজাদারের রোজার সমান সাওয়াব দান করবেন। এতে ঐ রোজাদার ব্যক্তির ছাওয়াব কমবেনা। যিনি ইফতার করাবেন আল্লাহপাক তাকে নিজের ভান্ডার থেকে ঐ রোজাদারের রোজার সমপরিমাণ সাওয়াব দান করবেন। হযরত ছাহাবায়ে কেরাম (রা.) আরজ করলেন, হে আল্লাহর রাসূল ইফতার করানোর মত সামর্থ সকলের নেই। নবী (স.) বললেন: একটা খুরমা খাওয়ালে বা একঢোক পানি পান করালে বা এক চুমুক দুধ পান করালেও ওই ছাওয়াব পাওয়া যাবে। একটু দেখুন রমজানের একটা রোজার সাওয়াব কত ? কেউ যদি সারা জীবন নফল রোজা রাখে একটা ফরজ রোজার সমতুল্য হয় না। অথচ একজন রোজাদারকে ইফতার করালে আল্লাহপাক এই পরিমাণ সাওয়াব দান করেন। এক হাদিসে প্রিয় নবী (সা.) এরশাদ ফরমান, যে ব্যক্তি কোন রোজাদারকে পান করাবে, আল্লাহ এর বদৌলতে কেয়ামতের ময়দানে আমার হাউজে কাউছার থেকে তাকে শরবত পান করাবেন। হাউজে কাউছার থেকে শরবত পান করার সৌভাগ্য যার হবে কেয়ামতের দীর্ঘ সময় পার করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। অতএব রোজাদারকে ইফতার করানোর মতো এত বড় ফজিলতের কাজে যাদের তাওফিক আছে সকলে অংশগ্রহণ করব ইনশাল্লাহ।