বাংলাদেশ প্রকৌলশ বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ জুন প্রাক-নির্বাচনি এবং ১৮ জুন অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের পরীক্ষা।
বুধবার বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ তারিখ চূড়ান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী সভায় আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগের নিয়ম অনুযায়ী এবারও প্রাক-নির্বাচনি পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৬ হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য নির্বাচিত করা হবে। চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল, পুরপ্রকৌশল, যন্ত্রকৌলশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১২টি বিভাগে সর্বমোট ১ হাজার ২১৫টি আসনে ভর্তি করা হবে।