ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আয়ারল্যান্ডের পার্লামেন্টে যা বললেন জেলেনস্কি
Published : Wednesday, 6 April, 2022 at 7:34 PM
আয়ারল্যান্ডের পার্লামেন্টে যা বললেন জেলেনস্কিইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আয়ারল্যান্টের পার্লামেন্টে ভার্চুয়াল ভাষণ দিয়েছেন। এ ভাষণে ইউক্রেনকে সমর্থন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আপনার ঠিক কাজটিই ঠিক পথে করে যাচ্ছেন। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে আমাদের সমর্থন দেওয়ায় আপনাদের ধন্যবাদ।’

‘আমাদেরকে মানবিক ও অর্থনৈতিক সমর্থন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ, ইউক্রেনের মানুষদের আশ্রয় দেওয়ার জন্যও ধন্যবাদ।’

জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইউক্রেনের মজুদাগারকে লক্ষ্যবস্তু বানিয়ে একটা খাদ্য সংকটকে উসকে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ‘তারা মারিওপোলে প্রায় ৫০ লাখ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে দিচ্ছে না।’ 
জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের সমুদ্র বন্দর ও জাহাজগুলোও আটকে দিচ্ছে। তার দাবি, ক্ষুধাকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। 

সূত্র: বিবিসি