ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফিঞ্চের ব্যাটে পাকিস্তানকে হারালো অস্ট্রেলিয়া
Published : Thursday, 7 April, 2022 at 12:00 AM
ওয়ানডে সিরিজ খোয়ানো অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে। মঙ্গলবার অ্যারন ফিঞ্চের ব্যাটে জয়ের বন্দরে পৌঁছে সফরকারী অস্ট্রেলিয়া। ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ফিঞ্চের ৫৫ রানের ইনিংসে ভর করে ৫ বল আগেই ৩ উইকেটে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ট্র্যাভিস হেড ও অ্যারন ফিঞ্চ মিলে ওপেনিং জুটিতে তোলেন ৪০ রান। ট্র্যাভিস ২৬ রানে আউটের পর জশ ইংলিশকে নিয়ে ফিঞ্চ ৪৪ রানের জুটি গড়েন। এরপর মার্নাস ল্যাবুশেন (২), মার্কাস স্টয়নিস (২৩) ও ক্যামেরুন গ্রিন (২) রানে ফিরে গেলে হারের শঙ্কা জাগে অস্ট্রেলিয়ার!
তবে বেন ম্যাকডারমটকে নিয়ে ফিঞ্চ জয়ের পথে এগিয়ে যাচ্ছিলেন। জয় থেকে ৫ রান দূরে থাকতে আউট হন ফিঞ্চ। ৪৫ বলে ৬ চারে ৫৫ রানের ইনিংস খেলে ১৯তম ওভারে শাহিন আফ্রিদির বলে আউট হন ফিঞ্চ। ওই ওভারে মাত্র এক রান খরচ করে আফ্রিদি তুলে নেন শন অ্যাবটকেও (০)। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রানের। হারিস রউফের প্রথম বলে স্কয়ার লেগে চার মেরে জয় নিশ্চিত করেন ম্যাকডারমট। ১৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।
পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি, ওসমান কাদির ও মোহাম্মদ ওয়াসিম দুটি করে উইকেট নেন। হারিস রউফ পান একটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরুটা ভালো করে। ওপেনিংয়ে জুটিতে আসে ৬৭ রান। মোহাম্মদ রিজওয়ান ১৯ বলে ২৩ রান করে আউট হলেও অধিনায়ক বাবর আজম খেলেন ৬৬ রানের ইনিংস। ৪৬ বলে ৬ চার ও ২ ছক্কায় তার ব্যাট থেকেই আসে দলের সর্বোচ্চ রান। মিডল অর্ডার ঠিকঠাক ক্লিক না করায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রানে থামতে হয় স্বাগতিক পাকিস্তানকে। রিজওয়ান ও বাবর ছাড়া খুশদিল শাহর ব্যাট থেকে আসে ২৪ রানের ইনিংস।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে পেসার নাথান এলিস ২৮ রানে চারটি উইকেট নেন। এছাড়া ক্যামেরন গ্রিন দুটি এবং শন অ্যাবট ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন।