Published : Thursday, 7 April, 2022 at 12:00 AM, Update: 07.04.2022 12:34:13 AM
আলমগীর হোসেন, দাউদকান্দি ||
কুমিল্লার
দাউদকান্দিতে ১৩৫ মণ ওজনের বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা
প্রশাসন। বুধবার (৬ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল
প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল ইসলাম খান।
তিনি জানান, বিপুল
পরিমাণ জাটকার একটি বড় চালান ঢাকা যাবে- গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য
জানতে পেরে আমরা দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অবস্থান করি। বুধবার ভোররাতে
লক্ষ্মীপুর জেলার রায়পুর থেকে ঢাকামুখী একটি পিকআপ জাটকা নিয়ে দাউদকান্দি
পৌঁছালে গাড়িটি থামানোর জন্য সিগন্যাল দিলে প্রশাসনের উপস্থিতি দেখে গাড়ির
চালক দ্রুত গাড়ি থেকে নেমে পালিয়ে যায় ।
এসময় গাড়িতে থাকা ১৩৫ মন জাটকা জব্দ করা হয়।
ইউএনও
কামরুল ইসলাম খান জানান, জব্দকৃত জাটকাগুলো দাউদকান্দি উপজেলা পরিষদ
প্রাঙ্গণে নিয়ে এসে উপজেলার ২৮টি এতিমখানা ও মাদ্রাসার মাঝে বিতরণ করে
দেওয়া হয়েছে।