Published : Thursday, 7 April, 2022 at 12:00 AM, Update: 07.04.2022 12:34:31 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার
বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল এবং দোকানগুলোতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত
করতে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পারিচালিত হয়েছে। কুমিল্লা
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ কামরুল হাসানে র নির্দেশনায় রমজানের চতুর্থ দিনে গতকাল বাজার
মনিটরিং এবং ইফতারের দোকানসমূহে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণের উদ্দেশ্যে
নগরীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয়
সরকার বিভাগের উপপরিচালক শওকত ওসমান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকার।
অভিযান পরিচালনাকালে নগরীর
রাজগঞ্জ বাজার ও নিউমার্কেট এলাকায় সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে
পণ্য বিক্রয় করা হচ্ছে কি না, পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শিত
হচ্ছে কি না, অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করা হচ্ছে কি না ইত্যাদি বিষয় তদারকি
করা হয়। পাশাপাশি, ইফতারের দোকানসমূহে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা
হচ্ছে কি না, সাজিয়ে রাখা খাবার যথাযথভাবে ঢেকে রাখা হয়েছে কি না, ফুটপাত
দখল করে ইফতারের দোকান বসানো হয়েছে কি না, স্বাস্থ্যসম্মত মোড়কে ও মানসম্মত
প্রক্রিয়ায় খাবার বিক্রয় করা হচ্ছে কি না এসব বিষয় মনিটরিং করা হয়।
একইসাথে, ক্রেতাসাধারণের ভোগান্তি নিরসনে ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত
করতে দোকানীদের যথাযথ নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বাস্থ্য সুনিশ্চিতকল্পে এবং ভোক্তা অধিকার সংরক্ষণে জেলা প্রশাসন, কুমিল্লার এরূপ অভিযান অব্যাহত থাকবে।