চট্টগ্রামে অজ্ঞান ও মলম পার্টির চার সদস্যকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট, মলম ও নগদ ১৪ হাজার ৫শ' টাকা উদ্ধার করা হয়। বুধবার (৬ এপ্রিল) রাতে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে যমুনা ব্যাংকের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার চার জন হলেন– রাঙ্গুনিয়া উপজেলার শিলক মিনা গাজীর টিলা এলাকার মৃত রমিজ আহমদের ছেলে তাজু উদ্দিন ওরফে তাজউদ্দিন (৪৯), লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া এলাকার মৃত নজির আহমদের ছেলে আলী ওরফে আলমগীর (২৯), সাতকানিয়া উপজেলার ঘাটিয়াপাড়া, রামপুর এলাকার মো. ইব্রাহিমের ছেলে সাহাব উদ্দিন (৩৭) এবং লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে নুরুল আলম ওরফে নুর উদ্দিন ওরফে জামান (৪৫)।
ওসি জানান, গ্রেফতারকৃতরা পরস্পর যোগাসাজশে ডাবের পানি এবং মিনারেল ওয়াটারে সঙ্গে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে কৌশলে পান করিয়ে অজ্ঞান করে। এরপর তেজস্ক্রিয় মলম লাগিয়ে চোখে যন্ত্রণা সৃষ্টি করে পথচারী ও বাসযাত্রীদের টাকাপয়সা ছিনিয়ে নেয়। উদ্ধার নগদ টাকা বিভিন্ন পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে এই কায়দায় নেওয়া বলে স্বীকার করেন তারা।