ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অবশেষে বেনাপোল দিয়ে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত শুরু
Published : Thursday, 7 April, 2022 at 6:55 PM
অবশেষে বেনাপোল দিয়ে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত শুরুদীর্ঘ প্রতীক্ষার পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের জন্য চালু হলো ট্যুরিস্ট ভিসা। গত ৫ এপ্রিল থেকে ভারতে যাতায়াত শুরু করেছেন ট্যুরিস্ট ভিসাধারী যাত্রীরা।
 
বেনাপোল ইমিগ্রেশনের হিসাব মতে, গত ২ দিনে ভারতে গেছেন ১২০ জন যাত্রী। পুরোনো ট্যুরিষ্ট ভিসা নিয়ে কোনো পাসপোর্ট যাত্রী ভারতে যেতে পারছেন না। শুধুমাত্র ২৬ মার্চের পর ভারতীয় দূতাবাস থেকে পাওয়া ট্যুরিস্ট ভিসাধারীরা ভারতে যাবার সুবিধা ভোগ করতে পারবেন বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, গত ২ দিনে নতুন ভিসা নিয়ে ভারতে যাবার জন্য বেনাপোলে এসেছেন শতাধিক যাত্রী। শুধুমাত্র ২৬ মার্চের পর পাওয়া ট্যুরিস্ট বা ভ্রমণ ভিসা নিয়ে পাসপোর্ট যাত্রীরা বেনাপোল চেকপোস্ট দিয়ে যাতায়াত  করতে পারবেন ভারতে। করোনাকালীন আগে ইস্যুকৃত ট্যুরিস্ট ভিসা স্থগিত থাকায় সেসব ভিসাধারী পাসপোর্ট যাত্রী ভারতে যেতে পারবেন না।