ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
ইসমাইল নয়ন
Published : Thursday, 7 April, 2022 at 7:01 PM
ব্রাহ্মণপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিতর‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা মনিরুল ইসলাম। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্য সেবার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মবিন ইমতিয়াজ, ডা. হাবিবুর রহমান, ডা. তোফায়েল আহমেদ ভূইয়া, ডা. সোহেল রানা (ইউনানি),   ডা. সাইফুল ইসলাম, ডা. আসিফ মোহাম্মদ তকি, ডা. ইয়ামিন ইসলাম, ডা. তানভীর আবসাল, ডা. মোঃ তারেকুল ইসলাম, ডা. নুসরাত ফারজানা খান, ডা. সুমী আক্তার, ডা. কামরুল নাহার, ডা. তাসনিমা আজিজ, ডা. ফাহমিদা জাহান, ডা. নাসিফা তাবাসসুম, ডা. শারমিন সুলতানা, ডা. উম্মে সালমা মৌ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এ এইচ রকিব,  প্রধান অফিস সহকারী কবির আহমেদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শ্রেণির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কারণ হচ্ছে জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান “বিশ্ব স্বাস্থ্য সংস্থা’’র জন্মদিন ৭ এপ্রিল ১৯৪৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠার ২ মাস পর ২৪ জুন ১৯৪৮ সালে এ সংস্থার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল জেনেভায়। সেই থেকে ৭ এপ্রিলকে "বিশ্ব স্বাস্থ্য দিবস" হিসেবে প্রতিবছর সারাবিশ্বে পালন করা হচ্ছে।