ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ইফতারসামগ্রীতে ক্ষতিকারক কাপড়ের রং
রেস্তোরাঁ মালিককে ১৫ হাজার টাকা জরিমানা--
Published : Friday, 8 April, 2022 at 12:00 AM, Update: 08.04.2022 12:49:08 AM

কুমিল্লায় ইফতারসামগ্রীতে ক্ষতিকারক কাপড়ের রংনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ইফতারসামগ্রীতে ক্ষতিকারক কাপড়ের রং ব্যবহার করায় একটি রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার শিবের বাজার এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনাকালে গ্রাম বাংলা রেস্তোরাঁকে এই জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম জানান, নিয়মিত তদারকি অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সদর উপজেলার শিবের বাজার এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।  এ সময় ইফতারি সামগ্রীতে ক্ষতিকারক কাপড়ের রং ব্যবহার করায় মেসার্স গ্রাম বাংলা রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং রং দিয়ে প্রস্তুতকৃত খাদ্য ও সকল রংয়ের কৌটা জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও ওই এলাকার তরমুজ ব্যবসায়ীদের ক্রয় ভাউচার যাচাই করা হয়, মুদি দোকানীদের মূল্য তালিকা ও ক্রয় ভাউচার যাচাই করা হয়। রমজানে যাতে অযাচিতভাবে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করা না হয় সে ব্যাপারে ব্যবসায়ীদেরকে পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।