কুমিল্লার চান্দিনায় জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য তনয় তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর একান্ত প্রচেষ্টায় স্মার্ট কার্ডের আওতায় আসছে এ দেশের নাগরিকরা। ২০১৬ সালে স্মার্ট জাতীয় পরিচয়পত্র উপস্থাপন করা হয়। স্মার্ট কার্ডে ইন্টারগ্রেট সার্কিট কার্ড (আইসিসি) যুক্ত থাকায় খুব সহজেই একজন নাগরিক এর সকল তথ্য ত্রুত যাচাই করা সম্ভব হবে এবং যে কোন কাজেই ওই নাগরিক তার সুবিধা পাবে।
এসময় উপজেলার কয়েকজন নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড তুলে দেন তিনি। বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবীব এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী শামীম হোসেন প্রমুখ।