ঈদ বাজারকে টার্গেট করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে ক্রয় করা প্রায় ২৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের শাড়ি, থ্রি-পিস ও লেহেঙ্গাসহ এক যুবককে আটক করেছে মীরসরাই থানা পুলিশ।
শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানা মসজিদের সামনে থেকে একটি হায়েসগাড়িতে তল্লাশি চালিয়ে ৬০৬ পিস শাড়ি ও ৭৯ পিস থ্রি-পিস উদ্ধার করা হয়। এ সময় হায়েসচালক জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার মৃত শরফুদ্দিনের ছেলে মোহাম্মদ সোহাগকে (৩২) আটক করা হয়। এ সময় গাড়িটিও জব্দ করা হয়ছে।
মীরসরাই থানার ওসি কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর পৌনে ৬টায় থানার ২শ গজ দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামুখী একটি হায়েসের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৮টি চটের বস্তা উদ্ধার করেছি। এরপর থানায় নিয়ে বস্তা খুলে ৬০৬ পিস ভারতীয় শাড়ি ও ৭৯টি থ্রি-পিস ও লেহেঙ্গা রয়েছে।
এ সময় হায়েসচালক সোহাগকে আটক করা হয়। আটককৃত শাড়ি ও থ্রি-পিসের বাজারমূল্য আনুমানিক প্রায় ২৬ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় মীরসরাই থানায় মামলা দায়েরসহ আটককৃতকে জেলহাজতে পাঠানো হয়েছে।