চান্দিনায় নাক-কান-গলার ৩ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
Published : Saturday, 9 April, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা উপজেলার জনগণের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিনা মূল্যে স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত বিনা মূল্যে রোগী দেখার সাথে সাথে ওষুধ বিতরণ করেন।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত মহিচাইল ২০ শয্যা হাসপাতালে নাক-কান-গলার ১১জন চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদান করেন। এর মধ্যে ঢাকা থেকে আগত নাক-কান ও গলার ৫জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন।
চান্দিনা উপজেলা ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলার রোগীরা সেবা নেয়। দিন শেষে অন্তত সাড়ে ৩ হাজার রোগীর স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
শুক্রবার সকালে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, ‘চান্দিনা উপজেলাবাসী চিকিৎসার জন্য যাতে দূর দূরান্তে ছুটে যেতে না হয় সেজন্য প্রতি মাসে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের এনে বিনা মূল্যে স্বাস্থ্য সেবার আয়োজন করেছেন এমপি মহোদয়। সেই ধারাবাহিকতায় শুক্রবার নাক-কান-গলার রোগীদের সেবা প্রদান করা হয়েছে। এতে শুধু চান্দিনারই নয় দূর-দূরান্তের অনেক রোগীও এসেছেন’।