ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কডাকাতি ছিনতাই রোধে হাইওয়ে পুলিশের ঝোপ-ঝাড় পরিস্কার অভিযান
Published : Saturday, 9 April, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নানামুখী অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ।
শুকনো মৌসুমে ঝোপ-ঝাড়ে লুকিয়ে থেকে মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী গাড়িতে ঢিল ছুড়ে ছিনতাই ও ডাকাতি রোধে মহাসড়কের পাশের ঝোপ-ঝাড় পরিস্কারে নেমেছে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ি।
বৃহস্পতিবার থেকে মহাসড়কের ইলিয়টগঞ্জ, কুটুম্বপুর, নাওতলা এলাকায় মহাসড়কের দুই পাশে থাকা ঝোপ-ঝাড় পরিচ্ছন্ন অভিযান শুরু করে তারা। এছাড়া যাত্রী ভোগান্তি রোধে পরিবহনে বিভিন্ন অযুহাতে চাঁদাবাজি রোধে অঠোর অবস্থানের কথাও জানায় পুলিশ। সকল পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যানজট ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতাও নিচ্ছেন হাইওয়ে পুলিশ সদস্যরা।
কুমিল্লা হাইওয়ে মিনিবাস মালিক সমিতির সভাপতি কেএম জামাল জানান, মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত কয়েকটি অনিরাপদ পয়েন্ট রয়েছে। রাত্রিকালিন সময়ে সংঘবদ্ধ ডাকাতদল ঝোপ-ঝাড়ে অবস্থান নিয়ে মহাসড়কে রড ছুড়ে গাড়ি থামিয়ে ডাকাতি ও ছিনতাই করে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পরিস্কার করে দেয়ায় সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারীরা মহাসড়কের পাশে অবস্থান নিতে পারবে না। এছাড়া ঈদকে সামনে রেখে মহাসড়কে চাঁদাবাজি, মাসিক ও সাপ্তাহিক টোকেনের নামে হয়রানি বন্ধ করতে মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) এফএএম সাইফুল ইসলাম জানান, ‘পবিত্র রমজান চলাকালিন সময়ে ও ঈদকে সামনে রেখে মহাসড়কে সকল প্রকার অনৈতিক কর্মকান্ড পরিহার করা, যানবাহনে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ। যানজট মুক্ত নিরাপদ মহাসড়ক নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য’। এছাড়াও রাত্রিকালিন সময়ে মহাসড়কে চলাচলরত যানবাহনে বিকট শব্দ শুনতে তাৎক্ষনিক গাড়ি না থামিয়ে কোন পেট্রোল বা সিএনজি পাম্পে গিয়ে গাড়ি থামাতে চালকদের প্রতি অনুরোধ জানান তিনি।