চান্দিনায় এলাকার উন্নয়নে জনগণের সাথে এমপি’র মতবিনিময়
Published : Saturday, 9 April, 2022 at 12:00 AM
বিশেষ প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় এলাকার উন্নয়ন কল্পে জনগণের সাথে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পৌর এলাকার ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। এসময় তিনি চান্দিনা পৌরসভার ৩, ৭ ও ৯নং ওয়ার্ডের জনগনের বিভিন্ন অসুবিধার কথা শুনেন এবং নিরসনের আশ্বাস দেন।
বীর বিক্রম এম.এ মালেক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল, ব্যবসায়ী শামীম হোসেন, আওয়ামী লীগ নেতা আলী হোসেন, পৌর কাউন্সিলর দুলাল মিয়া, আব্দুস ছালাম। স্বাগত বক্তৃতা করেন সাংবাদিক রণবীর ঘোষ কিংকর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হেদায়েত উল্লাহ, আওয়ামী লীগ নেতা আবু তাহের ভূইয়া, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ সেলিম প্রধান চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন জনি, তাজুল ইসলাম, পৌর কাউন্সিলর আবু কাউসার, পারভীন আক্তার, আওয়ামী লীগ নেতা হাজী মনু মিয়া, আবু তাহের, আবুল কালাম আজাদ, এমরান হোসেন, শরীফুল ইসলাম প্রমুখ।