সৌদি রিয়ালের নামে হুইল সাবান দিয়ে লাখ টাকা নিয়ে উধাও
Published : Saturday, 9 April, 2022 at 12:00 AM
রেসৗদি মুদ্রা রিয়াল বিনিময়ের কথা বলে এক ব্যবসায়ীকে এক প্যাকেট হুইল সাবান দিয়ে লাখ টাকা নিয়ে উধাও হয়েছিলেন কবির নামে মালয়শিয়া প্রবাসী এক ব্যক্তি। ক্ষতিগ্রস্ত ব্যক্তির মামলার পর একটি মোবাইল নম্বরের সূত্র ধরে ওই প্রতারক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম এসব তথ্য জানান।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘গত ১৫ মার্চ মিরপুরের ব্যবসায়ী শাহজাহান ভূঁইয়া তার ছেলের চিকিৎসার জন্য গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে যান। সেখানে পরিচয় হয় কবির সরদার নামে এক ব্যক্তির সঙ্গে। কবির সরদার আলমগীর নামে নিজের পরিচয় দেয়। দুজনের মধ্যে মোবাইল ফোন নম্বর বিনিময় হয়।’
তিনি জানান, পরে ভিকটিম শাহজাহানের কাছে একজন অসহায় ব্যক্তির কিছু সৌদি রিয়াল বিনিময়ে সহায়তা চায়। বিশ্বাস অর্জন করার জন্য প্রথমে সত্যিকার ১০০ রিয়ালের একটি নোট বিনিময় করে। গত ১৮ ফেব্রুয়ারি এক লাখ সৌদি রিয়ালের বিনিময়ে ১ লাখ টাকা অগ্রিম চায়। বাকি টাকা পরে দিলেও চলবে বলে জানায় সে। ভিকটিম ১ লাখ টাকা দিলে তার হাতে একটি রিয়ালের ব্যাগ দিয়ে দ্রুত চলে যায় কবির। শাহজাহান পরে বাসায় গিয়ে ব্যাগটি খুলে দেখতে পায়, তাতে গামছা দিয়ে মোড়ানো হুইল সাবানের একটি প্যাকেট রয়েছে। ভিকটিম বুঝতে পারে সে প্রতারিত হয়েছে। এরপর সে আইনি সহায়তার জন্য শেরেবাংলা নগর থানায় যায়।
সাইফুল ইসলাম বলেন, গত ৮ মার্চ শেরেবাংলা নগর থানায় শাহজাহান একটি মামলা করেন। মামলাটির ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম। মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে দারুসসালাম থানার হোটেল শাহ আলীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ১০০ সৌদি রিয়াল ও আত্মসাৎ করা ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার কবির ৫ বছর আগে মালয়েশিয়া থেকে দেশে আসে। দেশে আসার পর থেকেই সে রিয়াল বিনিময়ের কথা বলে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে প্রতারণা করে আসছে। তার প্রতারণার কৌশল ছিল প্রথমে অল্প পরিমাণ রিয়াল বিনিময় করে বিশ্বাস অর্জন করা। পরে বড় অঙ্কের রিয়াল বিনিময়ের সময় রিয়ালের পরিবর্তে গামছায় মোড়ানো হুইল সাবানের প্যাকেট ধরিয়ে দিয়ে দ্রুত চলে যেতো।
গ্রেফতার ব্যক্তিকে শেরেবাংলা নগর থানার মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।